শনিবার, ৯ মার্চ, ২০১৩

বদলে যাই, বদলে দেই ।



লোকটি অবাক হয়ে বার বার তাকিয়ে দেখছিলো, যেন সে জীবনেও এমন অদ্ভুত মানুষ দেখে নাই !!!!! খুব অস্বাভাবিক না হলেও আমার সেইদিনের কাজ টা আসলেই স্বাভাবিক ছিলো না, অন্ত্যত বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে এমন টা হতে বা শুনতেও শুনি নি আমি নিজেই ।
যখন আমি প্রথম ঢাকায় বাইক চালাই সেইটা ছিল একটা জংশেন চাইনিজ বাইক, টাঙ্কির তেলের পরিমাপের কাটা না থাকার কারনে আর বেশ পুরন হবার কারনে প্রায় বুঝতাম না কতটা পথ যাওয়া যাবে ? যার কারনে বেশ কয়েকবার অনেকদূর রাস্তা ঠেলে নিয়ে  পেট্রলপাম্প পর্যন্ত যেতে হয়েছিলো । একবার রাত প্রায় পৌনে বারটা, উত্তরা থেকে মনের সুখে আসছি বাসার (লালমাটিয়ার) দিকে, ঠিক বি.এফ শাহিন স্কুলের গেটের কাছে এসে তেল শেষ হয়ে গেল, বাইক হালিয়ে, চোক তুলে কিছুটা পথ আসাতে আসতেই সামনের পাম্প টা বন্ধ হয়ে গেলো অথবা তেল নাই কিছু একটা হল । খুব স্বাভাবিক কারনেই আমাকে আবার বাইক ঠেলে ঠেলে বিজয়-সারনী পার হয়ে জিয়ার মাজারের সামন দিয়ে ঠেলতে ঠেলতে আসাদ গেটে আসতে হল, যারা আমার মত ঝামেলায় পড়েছেন তারা নিশ্চই বুঝতে পারছেন কতটা কষ্ট হয়েছে সেই রাতে । যা হউক, কষ্টের মাঝেই চিন্তা করছিলাম, আমার পাশ দিয়ে না হলেও ৩০ টা বাইক চলে গেছে , কেউ একজন যদি একটু থেমে বলত ভাই কি হয়েছে ? আমি কি আপনাকে কোন ভাবে সহযোগিতা করতে পারি ?  জানি কারও ই সময় নেই । তবে আমি হলে হয়ত বলতাম, ভাই কি হয়েছে?  
একবার রাত প্রায় পৌনে বারটা